শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৩:০৬:০৩

তাহিরদের আক্রমণে মাত্র ১ রান বেশি করেই অলআউট হয়েছে ভারত!

তাহিরদের আক্রমণে মাত্র ১ রান বেশি করেই অলআউট হয়েছে ভারত!

স্পোর্টস ডেস্ক : শিরোনামটা শুনে অবাক হওয়ার কারণ নেই। এটি বাস্তবতারই চিত্র। ওয়ানডে ও টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে মাথা নত করা ভারত এবার যেন হার মানছে টেস্ট ম্যাচেও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত। ভারতীয় ক্রিকেটাররা শপথ করেছিলো দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে। প্রথম সেসনে দক্ষিণ আফ্রিকাকে ১৮৪ রানে অলআউট করে কিছুটা স্বস্তি পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় সেসনে ব্যাট হাতে নিয়ে আগের চেয়ে মাত্র ১ রান বেশি করেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। অর্থাৎ প্রথম ইনিংসে ভারত ২০০ রানে অলআউট হয়। আর দ্বিতীয় ইনিংসে ভারত করে ২০১ রান। তাহির ও হার্মার বিষেই কাবু হয়ে যায় ভারতীয় ব্যাটসম্যানরা। হার্মার ও তাহির দুই জনেই ৪ টি করে উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে উইকেট শিকার পরেন ফিলান্ডার ও জাইল। ভারতের পক্ষে ব্যাটিংয়ে পূজারা করেন ৭৭ রান। মুরালি বিজয় করেন ৪৭ রান। এছাড়া নামের প্রতি সুবিচার করতে পারেননি আর কেউ। তবে দ্বিতীয় সেসনে ব্যাট হাতে নেমে মোটেই ভালো করছে দক্ষিণ আফ্রিকা। একটি নাটকীয় ফলাফল আসতে পারে এই টেস্টে। ৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে