আজও দলের রক্ষক সেই মুশফিকুর রহিম
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার দুপুর ১ টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমেই চিগুম্বুরা বাহিনীর বোলিং তান্ডবে খানিকটা ভেঙে পড়ে বাংলাদেশ শিবির। মাত্র ৬ বল খেলেই সাজ ঘরে ফিরে যান প্রথম বারের মত ওপেনিংয়ে খেলতে নামা লিটন দাস। এর কিছুক্ষণ পর দলীয় যখন ৩০ রান তখন মাঠ ছাড়তে হয় তামিমকে সঙ্গ দেয়া মাহমুদুল্লাহ রিয়াদকে।
তার পর একে একে মাঠ ছাড়েন তামিম ইকবাল, সাকিব আল হাসান।
বর্তমান দলে রক্ষকের দায়িত্বে রয়েছেন প্রস্তুতি ম্যাচে জ্বলে ওঠা মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ২৩তম অর্ধশত তুলে নিয়েছেন তিনি। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই মুর্হূতে দলের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪১ রান। মুশফিকুর রহিম করেছেন ৫৯ রান সাব্বির রহমানের সংগ্রহ ১২ রান ।
বাংলাদেশ দল :
মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন।
জিম্বাবুয়ে দল :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ক্রেইগ এরভান, সিয়ান উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জং, গ্রেমি ক্রিমার, তিনাশি পেনিয়াংগারা, তাউরি মুজারাবানি ও ম্যালকম ওয়াল্টার।
৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর