ফের বিধ্বংসী রুপে পিটারসেন
স্পোর্টস ডেস্ক: ধুম ধাডাক্কা ব্যাটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কেভিন পিটারসেনের জুড়ি নেই। ব্যাট হাতে পিটাসেনের মাঠে নামা মানেই প্রতিপক্ষ বোলারের কপালে ঘামের আবির্ভাব।
এবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাম স্লাম চ্যালেঞ্জে কেভিন পিটারসেনের ব্যাটিং তাণ্ডব চলিয়ে দ্রুত সময়ে সেঞ্চুরি তুলে নিলেন। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে শতক তোলার পর দ্বিতীয় ম্যাচে এসে মাত্র ৪৫ বলে ৭টি ছক্কা ও ৯টি চারে ১০০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।
এই প্রতিযোগিতায় ডারবান-ভিত্তিক ক্লাব সানফোয়েল ডলফিনের হয়ে খেলছেন পিটারসেন। শুক্রবার রাতে নাইটসের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ডলফিন।
দলীয় ৩৫ রানে ১ উইকেট হারানোর পর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন পিটারসেন। ব্যাটিংয়ে নামার পর থেকেই তার তাণ্ডব চলতে থাকে। মাত্র ২৭ বলেই ফিফটি পূর্ণ করেন পিটারসেন। আর পরের ১৮ বলেই ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার।
দলের যখন জয়ের জন্য দরকার ২ রান, পিটারসেন তখন ৯৬ রানে ব্যাট করছিলেন। নাইটসের পেসার শ্যাডলির বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করার পাশপাশি ২০ বল আগেই দলের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন পিটারসেন। মাত্র ৪৫ বলে ৭টি ছক্কা ও ৯টি চারে ঠিক ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।
৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর