শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৪:২৬:৩৯

মুশফিকের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। শনিবার দুপুর ১ টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে সফরকারীদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই চিগুম্বুরা বাহিনীর বোলিং তান্ডবে খানিকটা ভেঙে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিডল অর্ডারে নেমে প্রস্তুতি ম্যাচের ন্যায় এই ম্যাচে দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম। এরই মধ্যে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দলের জন্যে বড় স্কোরের স্বপ্ন দেখান মুশফিক। এরই মধ্যে সাব্বির রহমান ব্যাক্তিগত অর্ধ শতক তুলে সাজ ঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভার ৪ বলে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। মুশফিকুর রহিমের ব্যাক্তিগত সংগ্রহ ১০৬ রান ও সাব্বির রহমান করেন ৫৭ রান তার পরবর্তীতে মাঠে নেমেছেন নাসির হোসেন। বাংলাদেশ দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন। জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), চামু চিবাবা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ক্রেইগ এরভান, সিয়ান উইলিয়ামস, সিকান্দার রাজা, লুক জং, গ্রেমি ক্রিমার, তিনাশি পেনিয়াংগারা, তাউরি মুজারাবানি ও ম্যালকম ওয়াল্টার। ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে