শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৪:৩৮:৫১

খোঁজ পাওয়া গেল তামিম ইকবালের পারফেক্ট সঙ্গীর

খোঁজ পাওয়া গেল তামিম ইকবালের পারফেক্ট সঙ্গীর

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল এরই মধ্যে ১৫১ টি ম্যাচ খেলেছেন লাল সবুজের জার্সি গায়ে। কখনো উজ্জ্বল কখনোবা অনুজ্জ্বল ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের ১৩ তম জুটিতে লিটন দাসকে পান তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের সাথে প্রথমবারের মত মাঠে নামেন তামিম ইকবাল। এদিন তামিম ইকবালকে হতাশ করেন এই লিটন দাস। তামিমের দুই রানের সময় কোনো রান না করেই বিদায় নেন লিটন। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি এই জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে প্রথম মাঠে নামেন তামিম ইকবাল। সেখান থেকে বিশ্লেষণ করেই খোঁজ পাওয়া গেলো তামিমের পারফেক্ট সঙ্গীর। কেটে গেছে বেশ কয়েকটি বছর। সেদিন তামিম ওপেনিং করেন শাহরিয়ার নাফিসের সাথে। এর পরে জাবেদ ওমর ও জুনায়েদ সিদ্দিকীর সাথে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। তামিম ইকবাল ইমরুল কায়েসের সাথে সবেচেয়ে বেশি ওপেনিং করেন। ৪৫ টি ম্যাচে এক সাথে ব্যাট হাতে নামেন এই দুইজন। এর পরের টা অবশ্য নাফিসের সাথে। শাহরিয়ার নাফিসের সাথে তিনি ২৪ বার ওপেনিং করতে নামেন। এনামুল হক বিজয়ের সাথে তামিম ওপেনিং করতে নামেন ১৯ বার। সৌম্য সরকারের সাথে ওপেনিং করেছেন ১০ বার। সবচেয়ে বেশি রান আসে তামিম-ইমরুল জুটিতে। সবচেয়ে বেশি গড় রান আসে তামিম-সৌম্যর জুটিতে। এ জুটিতে তামিম-সৌম্যর গড় রান ৫৪। বলা যায় রান সংগ্রহের দিক থেকে সবচেয়ে তামিমের পারফেক্ট সঙ্গী সৌম্য সরকার। আহত হওয়ার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে নেই সৌম্য সরকার। এ কারণে লিটন দাসকে ওপেনিংয়ে নামায় বিসিবি। তামিম এদিন ৪০ রান করলেও লিটন ডাক মারেন। ৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে