শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:২২:২৪

আজকের দিনে ইতিহাস গড়েছিলেন সাকিব

আজকের দিনে ইতিহাস গড়েছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি এমন একটি দিনে হচ্ছে যেদিনটি সাকিব আল হাসানের জন্য ছিল বিশেষ একটি দিন। গত বছর এই দিনে খুলনায় অনন্য এক ইতিহাসের মালিক হয়েছিলেন বর্তমান বিশ্বে তিন ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডারের তালিকায় থাকা সাকিব আল হাসান। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে শতকসহ ১০ উইকেট দখলের নজির গড়েছিলেন তিনি। ৩২ বছর আগে সর্বশেষ এই কীর্তি গড়েন ইমরান খান। আরো মজার ব্যাপার হলো আজকের মত ওদিনও টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। খুলনায় সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন সাকিব। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই রেকর্ড প্রথম গড়েন ইংল্যান্ডের বোথাম। ১৯৮০ সালে শতকসহ ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে