শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৬:০৫:৪৯

ভারত ইস্যুতে বড় ধরনের ক্ষতির মুখে পাকিস্তান

ভারত ইস্যুতে বড় ধরনের ক্ষতির মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে সম্পর্ক ভালো নেই ভারত ও পাকিস্তানের। পাকিস্তান ভারতের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে মরিয়া হলেও ভারতের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কয়েকদফা ভারত সফরে আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। কয়েক দিন আগে বিসিআইসি ও পিসিবি সভাপতির মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক হামলা করে ভেঙে দেয় ভারতের উগ্র হিন্দুরা। এরপরেও আলোচনায় বসতে রাজি পাকিস্তান। এর অবশ্য একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। শিবসেনারা পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য দাবি জানিয়ে আসছে। বিষয়টি কয়েকদিন আগে আমলে নেয় আইসিসি। আর পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্ত্বার বিষয়টি মাথায় নিয়ে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়াকাপের ভেন্যু করা হয় বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামকে। যাইহোক অর্থনৈতিক কারণেই মূলত ভারতের সাথে ক্রিকেটে সম্পর্ক স্থাপন করতে চায় পাকিস্তান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতের সাথে কোনো সিরিজের আয়োজন করতে না পারলে বড় ক্ষতি হবে পাকিস্তানের। ৮৫ মিলিয়ন পাউন্ড ক্ষতি হবে পিসিবির। আগামী চার বছরের টিভি প্রচারসত্ত্ব বিক্রি করে পিসিবির ১৪৫ মিলিয়ন ডলারের চুক্তি আছে। বেশ জনপ্রিয় আসর বলে এখানে শর্ত থাকে যে, ভারতের সাথে ম্যাচের আয়োজন করতে হবে। অন্যথায় শতকরা ৬৫ ভাগ অর্থ কেটে রাখা হবে। এখন চুক্তি পূরণের জন্য ভারতের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজনের কোনো ব্যবস্থা করতে পারছে না পিসিবি। সে হিসাবে ধরে নেয়া যায় বড় ধরনের ক্ষতির মুখে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এই বিষয়টি স্বীকার করেছেন অকপটে। তবে তিনি ফের উচ্চারণ করেছে ক্রিকেট নিয়ে কোনো দেশের বিরুদ্ধে ক্ষোভ নেই পিসিবির। ২০০৯ সালের পর থেকে ঘরের মাঠের সিরিজ হয়নি বললেই চলে। শুধু জিম্বাবুয়ে একবার অংশ নিলেও লাভের মুখ দেখেনি পাকিস্তান। আইসিসি ও জার্সি স্পন্সরের কাছ থেকে ভালোই অর্থ পেয়েছে পাকিস্তান। তবে এবার একটি ধাক্কা খেতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ৭ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে