আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে সাকিব
স্পোর্টস ডেস্ক: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।
ব্যাট করতে নামে ভয়ঙ্কর অল রাউন্ডার সাকিব আল হাসানের বলে একেপর এক শিকার হচ্ছে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।দশম ওভারের প্রথম বলেই জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।এরপর ইনিংসের ত্রয়োদশ ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ক্রেইগ আরভিন। ইনিংসের পঞ্চদশ ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম উইকেট শিকার করেন পেসার আল-আমিন হোসেন। উদ্বোধনী ব্যাটসম্যান লুক জংয়।এরপর উইলিয়ামসকে উইকেট করে নিজের ৩ নম্বর উইকেট সাকিব। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২১ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৭২ রান।
শনিবার দুপুর ১টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অনবদ্য শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। ফলে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৪ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া সাব্বির রহমান ৫৭ ও তামিম ইকবাল ৪০ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে তাউরাই মুজারাবানি ও সিকান্দার রাজা দুটি করে এবং টিনাশে পানিয়াঙ্গারা ও লুক জংয়ে একটি করে উইকেট নেন।
৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস