টাইগার পেসারদের ভয়ে জিম্বাবুয়ে স্কোয়াড হঠাৎ পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। ব্যাট করতে নামে সাকিব-মাশরাফিরা যখন একেপর এক উইকেট শিকারে করিতেছি ঠিক তখন জিম্বাবুয়ে স্কোয়াডটা হঠাৎ পরিবর্তন করে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট। অথচ বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেসার লুক জংউই ব্যাটিং করেছেন ৯ নম্বরে।
ব্যাটিংটা টুকটাক জানেন জিম্বাবুয়ে পেসার লুক জংউই। নিয়মিত ওপেনার রিচমন্ড মুতুম্বামি কিপিংয়ের সময় ব্যথা পাওয়ায় ২০ বছর বয়সী তরুণ লুক জংউইকে নামিয়ে দেওয়া হলো চামু চিবাবার সঙ্গী করে। ব্যাটিংয়ে মন্দ করেননি এই ব্যাটসম্যান।
ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগটা ঠিকঠাক কাজে লাগিয়েছেন এই ব্যাটসম্যান। এদিকে, চোঁট পাওয়া মুতুম্বামি ব্যাটিং করতে পারবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস