শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৮:০১:০২

বিতর্কিত সেই আলিমদারকে আউট করে দিলেন তামিম

বিতর্কিত সেই আলিমদারকে আউট করে দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক: গেল বিশ্বকাপের বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিমদারে ভুল সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে টাইগাররা। আম্পায়ার আলিমদারের সেই বিতর্কিত সিদ্ধান্তের কথা এখনো ভুলেনি বাংলার ষোলো কোটি টাইগার ভক্তরা। এরপর ভারতে আবারও তিক্ত অভিজ্ঞতার শিকার হন আলিম দার। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম তিনটি ওয়ানডেতে ঠিকঠাক দায়িত্ব পালন করেছিলেন। করার কথা ছিল সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও। কিন্তু উগ্রপন্থী সংগঠন শিবসেনার বিক্ষোভের মুখে আলিমকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আইসিসি। এ কারণে ২২ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত চতুর্থ ও পঞ্চম ওয়ানডে থেকে পাকিস্তানি আম্পায়ারকে ফিরিয়ে নিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আলিম দার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশকে দিয়েই।চলমান বাংলাদেশও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্বকাপের বিতর্কিত সেই আলিমদারকে এবার আউট করে দিলেন ওপেনিং তামিম ইকবাল। বাংলাদেশ-জিম্বাবুয়ের টসের আগে ওয়ার্মআপ চলার এক ফাঁকে মাঠে এসেছিলেন আলিম দার। জিম্বাবুয়ের বোলারদের কাছ থেকে বল চেয়ে নিলেন। উইকেট টু উইকেট বোলিং করে খানিকটা তাকও লাগিয়ে দিলেন সিকান্দার রাজাদের! চোখ কচলে বার কয়েক দেখতে হলো, আলিম দার তো? খানিক পরে যাঁকে মাঠে নামতে হবে আম্পায়ারের ভূমিকায়। তিনি কি না বল হাতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে! আম্পায়ারের পরিচয়ের আড়ালে অবশ্য অদৃশ্য হয়ে গেছে তাঁর লেগ স্পিনার পরিচয়টাই। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ারের। পেয়েছেন ১১ উইকেট। তবে এই পরিচয় আলীম দার নিজেই দেন না। খেলোয়াড়ি জীবনটা যত অনুজ্জ্বল ছিল, ততটাই শত গুণ উজ্জ্বল আম্পায়ারের জীবনটাই। অনুশীলনে’র পর দেখা মিলল আরেক মজার দৃশ্য। আম্পায়ারদের ড্রেসিংরুমে ফিরছিলেন আলিম। তখন তামিম ইকবাল রসিকতা করেই তুলে দিলেন তর্জনী! ২২ গজে এই আলিম ব্যাটসম্যানদের ‘মৃত্যু’ ঘোষণা করেন। মওকা পেয়ে আলিমকেআউট করে দিলেন তামিম। ৭নভেম্বর,২০১৪/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে