বাংলাদেশকে গৌরবময় এক অনিশ্চয়তার জয় দেখালেন সাকিব
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রীড়াঙ্গণে গৌরবময় এক অনিশ্চয়তার জয় দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।তিনি একাই পাঁচ উইকেট নিয়ে সফরকারী জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ তছনছ করে দিয়েছেন। ধরনের অঘটন না ঘটলে এ ম্যাচে বাংলাদেশের জয় সময়ের ব্যাপার মাত্র।
টাইগারদের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। মাত্র ৩৬ ওভার ১ বল করে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। এ সময় সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়ে ছিলো ৭ উইকেটে ১২০ রান। ঠিক তখনই গ্রায়েম ক্রেমারকে সাজঘরে পাঠিয়ে দেন সাকিব।আর ম্যাচ শেষে সাকিবের শিকার ৪৭ রানে পাঁচ উইকেট। শুরুতে জিম্বাবুয়ে ওপেনার চামু চিভাভার উইকেট তুলে নেন সাকিব। এল্টন চিগুম্বুরা ৩৮ রানে অপরাজিত রয়েছেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সামনে ২৭৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে স্বাগতিকরা ৯ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ১০৭ রান করেন মুশফিকুর রহীম। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া সাব্বির রহমান করেন ৫৭ রান। পঞ্চম উইকেটে তারা ১১৯ রান যোগ করেন। এর আগে তামিম ইকবালের পর ফেরেন সাকিব আল হাসান। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের সঙ্গে তৃতীয় উইকেট মুশফিক ৭০ রান যোগ করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগে দলীয় ২ রানের মাথায় কোনো রান না করেই ফেরেন লিটন কুমার দাস। আর তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়ে মাহমুদুল্লাহ ফেরেন ৯ রানে। পরে তামিম আউট হন ৬৮ বলে ৪০ রানে। এছাড়া চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে সাকিব ফেরেন ১৬ রানে।
এর আগে জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটে আমন্ত্রণ জানান। মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা ও আল-আমিন হোসেন-তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এছাড়া সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন আরাফাত সানি ও নাসির হোসেন।
৭ নভেম্বর,২০১৪/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�