দেশের হয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: দেশের হয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার য়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেট ছুঁয়েছিলেন তিনি।
গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডেতে ডেভিড মিলারের উইকেট ছিল মাশরাফির দুশতম শিকার। কিন্তু বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেট ছিল একটি কম।
২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন মাশরাফি। বেঙ্গুলুরুতে সেবার আউট করেছিলেন আফ্রিকা একাদশের হয়ে মাঠে নামা শন পোলককে।
এই জিম্বাবুয়ে সিরিজের আগে তাই মাশরাফির ক্যারিয়ার উইকেট ২০০টি থাকলেও বাংলাদেশের হয়ে ছিল ১৯৯টি। শনিবার প্রথম ওয়ানডেতে দেশের হয়েও ২০০ হয়ে গেল মাশরাফির।
মাইলফলক ছুঁতে অবশ্য এদিন বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। বোলিংয়ে এসেছিলেন তিনি পঞ্চম বোলার হিসেবে। তবে নিজের তৃতীয় ওভারেই পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেটের দেখা। সিকান্দার রাজার ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নেয় মুশফিকুর রহিমের গ্লাভসে।
বাংলাদেশের হয়ে ওয়ানডে সবচেয়ে বেশি উইকেট আব্দুর রাজ্জাকের, ২০৭টি। শনিবার জিম্বাবুয়ের চার উইকেট নিয়ে সাকিবের হয়েছে ২০৫টি।
৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস