সাকিবের এই ব্যাপারটি বুঝতেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে সাকিব আল হাসানের ৫ উইকেট না পাওয়ার বেদনা ভালোই বুঝতেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক যে টেস্টে কখনও পাননি ৫ উইকেট!
টেস্ট ক্রিকেটে এমন একটা রেকর্ডে দুইয়ে আছেন মাশরাফি, যেটা আসলে কাঙ্ক্ষিত নয় কারও। একবারও ৫ উইকেট না পেয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট ইংল্যান্ডের মাইক হেনড্রিকের (৮৭ উইকেট)। ৭৮ টেস্ট উইকেট নিয়ে এই রেকর্ডে দ্বিতীয় মাশরাফি। ৩৬ টেস্ট খেলে চারবার ৪ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ৬০ রানে ৪ উইকেট।
এই একটা জায়গায় মাশরাফির সঙ্গে মিল ছিল সাকিবের। জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডেতে ৬ বার ৪ উইকেট পেলেও ৫ উইকেট অধরা ছিল সাকিবের। অবশেষে শনিবার প্রথম ৫ উইকেটের স্বাদ পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, সাকিবের অনুভূতিটা ভালোই উপলব্ধি করতে পারতেন তিনি।
“সাকিবের জন্য এটা অবশ্যই খুব স্বস্তির যে প্রথমবারের মত ৫ উইকেট পেল। আমি অনভূতিটা খুব ভালো বুঝতে পারি, কারণ আমারও টেস্টে ৫ উইকেট নেই। ওর জন্য এটা খুব ভালো হয়েছে।”
তবে এমন পারফরম্যান্স যে সাকিবের কাছে প্রত্যাশিতই, সেটাও জানিয়ে দিলেন মাশরাফি।
“সাকিবের কাছ থেকে ৪-৫ উইকেট আসলে প্রত্যাশিতই। সবসময়ই বাংলাদেশ দলের জন্য এমন কিছু দিয়ে আসছে সে।”-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৭ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এইচএস/কেএস
�