শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ১০:৫৩:৩২

এই রেকর্ডটির জন্য দীর্ঘ নয় বছর অপেক্ষা করেছিলেন সাকিব

এই রেকর্ডটির জন্য দীর্ঘ নয় বছর অপেক্ষা করেছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৬ সালের জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়ার একেপর এক বিভিন্ন রেকর্ডে মালিক হলেও পর পূরণ করতে পারেনি ক্যারিয়ারে জীবনে এমন একটি রেকর্ড। তবে দীর্ঘ নয় বছর পর ঘরে মাঠে স্বাদ পেলেন প্রথম পাঁচ উইকেটে একটি রেকর্ডটির।আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১৪৬ রানের জয়ে বাড়তি আনন্দ হয়ে এসেছে সাকিব আল হাসানের প্রথম পাঁচ উইকেট শিকার। পুরো ১০ ওভার বোলিং করে নিজের ১৫৭ তম ওয়ানডেতে এসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল জিম্বাবুয়ে। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে নিয়েছিল ৪০ রান। কিন্তু তখনই চোখ রাঙ্গানো জিম্বাবুয়ের স্বপ্ন ধূলিসাৎ করতে প্রথম বলেই তুলে নেন চিবাবাকে। এরপর একে একে শন উইলিয়ামস, লুক জংউই, গ্রায়েম ক্রেমার ও তিনাশে পানিয়াঙ্গারাকে। ম্যাচ শেষে সাকিব বলেন, আমি মনে করেছিলাম উইকেট স্পিনারদের সহায়তা করবে। আমি শুধু সঠিক জায়গায় বল ফেলে গেছি এবং আমি ভাগ্যবান ছিলাম। আমি ভাগ্যে বিশ্বাস করি তবে আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। এর আগে ২০১১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে নেয়া ৪টি উইকেটই ছিল সাকিবের ক্যারিয়ারের সেরা। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট তুলে গড়লেন নিজের নতুন রেকর্ড। ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট শিকার হলেও ১৪ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ৭নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে