চলতি বছরে মুশফিকের যত রেকর্ড
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারে চলমান ২০১৫ সালটি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য সেরা বছর। কারণ এ বছরই ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৭ রান করেন তিনি। ফলে চলতি বছর ২৫ ম্যাচে তার রান গিয়ে দাঁড়ালো মোট ৭১৮ রান।এর মধ্যে ১৪টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে ৫৫.২৩ গড়ে করেছেন ৭১৮ রান। ওয়ানডেতে তার চারটি শতকের দুটিই এসেছে এ বছর। আগের শতকটি ছিল গত এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে ১০৬ রান। দুটি শতকের পাশাপাশি চারটি অর্ধশতকও এসেছে মুশফিকের ব্যাট থেকে। তাই গত বছরের রানকে এরই মধ্যে পেছনে ফেলে দিয়েছেন। ২০১৪ সালে ১৮টি ওয়ানডে খেলে ৭০৪ রান করেছিলেন তিনি। ক্যারিয়ারে তৃতীয় সবচেয়ে বেশি রান করেছিলেন ২০১০ সালে। ঐ বছর ২৫ ম্যাচে ৫৩৮ রান করেছিলেন মুশফিকুর।
গেলো বিশ্বকাপের পর থেকে পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের মুশফিকুর রহিম টাইগারদের মধ্যে এ বছরের সাফল্যের ধারাবাহিকতার একজন প্রতিমূর্তি খেলোয়াড়। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শতকের আনন্দে অধীর। ২০১৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানও এসেছে মুশফিকের ব্যাট থেকে।
৭নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস