রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:৫২:২৯

দ.আফ্রিকা-ভারতের ১ম টেস্টে ঘটে যাওয়া সেরা ৭ চমক!

দ.আফ্রিকা-ভারতের ১ম টেস্টে ঘটে যাওয়া সেরা ৭ চমক!

স্পোর্টস ডেস্ক : সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ ঘটেছে, উপমহাদেশের উইকেটে খেলার অভিজ্ঞতা না থাকার মাশুল দিতে হল ভিলাস, ভ্যান জিলদের। তবে ১০৯ রানে ইনিংস শেষ হয়ে যাওয়াটা একটু বেশিই বাড়াবাড়ি। অন্তত এই দক্ষিণ আফ্রিকা দলের কাছে মানানসই নয়। পরের টেস্টে ডুমিনি হয়ত সুস্থ হয়ে মাঠে ফিরবেন, তবু দক্ষিণ আফ্রিকার সিরিজে ফেরা খুবই কঠিন। মোহালির বাইশ গজের যদি এই অবস্থা হয়, বাকি ভেনুগুলোতে কী হবে? যাই সে সময় বলে দেবে। এখন মোহালি টেস্টের সাত চমক দেখে নিন এক ঝলকে। ১) প্রথম ইনিংসে ২০১-এর কম রান করে এই নিয়ে ষষ্ঠবার টেস্ট জিতলো ভারত। ২) নিজের ১৩ তম টেস্ট খেলে ৫০ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বাঁ হাতি বোলারদের মধ্যে এই বিষয়ে তিনি শীর্ষে রয়েছেন প্রজ্ঞান ওঝার সঙ্গে। ৩) এই টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা নিলেন ১৫ টি উইকেট। প্রোটিও স্পিনাররা ১৯৫২-৫৩ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে নিয়েছিলেন ১৬ টি উইকেট। ৪) মোহালি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের ৬ উইকেট পড়ে যায় মাত্র ২৪ রানে! ৫) এই টেস্টে দক্ষিণ আফ্রিকার ওপেনাররাই নিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের ৫ টি উইকেট! এলগার চারটি এবং ভ্যান জিল নিয়েছেন ১ টি উইকেট। ৬) এই নিয়ে শেষ ৩ টি টেস্টের ৬ টি ইনিংসে ভারতীয় ওপেনাররা প্রথম উইকেটের জুটিতে তুলেছেন যথাক্রমে ৯,০,০,২,৩,৪! ৭) মোহালিতেই ১৮৭ রান করে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন শিখর ধাওয়ান। আর সেই শিখর ধাওয়ান এই টেস্টের দুই ইনিংসে মোহালিতে করলেন ০ এবং ০। ধারাবাহিক পারফরম্যান্স বটে! ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে