রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৫৭:২২

নিজের দুর্ভাগ্য নিয়ে যা বললেন মাশরাফি

নিজের দুর্ভাগ্য নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : হাঁটুতে সাতটি অস্ত্রোপচার, ভূতুড়ে সব চোট, নিত্য সঙ্গী আরও চোট-সমস্যা-ঝামেলা। অভিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসবকেই এখন যেন আপন করে নিয়েছেন। জানালেন, এসবই এখন তিনি উপভোগ করেন! সদ্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। ডেঙ্গু ভালো হয়ে গেলেও রেখে গেছে ছাপ। শারীরিক দুর্বলতা কাটেনি এখনও। ম্যাচের আগের দিন বলেছেন, দেশের খেলা বলেই শতভাগ ফিট না হলেও খেলবেন ঝুঁকি নিয়ে। তারপরও মাঠে ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত। ম্যাচ-শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, সবাই জানেন, আমার জীবনে অনেক অনেক ইনজুরি ছিল। এবারও ভারত সিরিজের আগে হঠাৎ দুর্ঘটনা (রিকশায় বাসের ধাক্কা)। এবার হলো ডেঙ্গু। এখন তো মনে হয়, খেলার চেয়ে এসবই বেশি উপভোগ করি। কিছু না হলে খেলতে ভালো লাগে না। ব্যাটিংয়ে এক ছক্কা-চারে ১৪ রান করেছেন। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের দারুণ জয়ে বল হাতে ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে প্রথম উইকেটে স্পর্শ করেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২০০ উইকেট। দেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট তার। এই বছর বাংলাদেশের অবিস্মরণীয় জয়-যাত্রায়ও বড় অবদান তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের। তবু বরাবারের মতোই বিনয়ী মাশরাফি। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে