বাংলাদেশকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছেন যে দুই টাইগার
স্পোর্টস ডেস্ক : কোথায় সেই মুস্তাফিজুর রহমান? সাতক্ষীরা থেকে উঠে এসে যে বালক ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনে ধস নামান নিজের অভিষেক ম্যাচে। সে দিন একাই ৬ টি উইকেট নিয়ে ইতিহাসের প্রথম বালক হয়েছিলেন।
সেই মুস্তাফিজুর রহমানকে দেখার জন্য আগ্রহের কোনো শেষ নেই টাইগারভক্তদের। কিন্তু ভক্তদের হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান। মূলকথা হলো মুস্তাফিজের কাটার জাদুর যেন করুণ মৃত্যু হয়েছে!
জিম্বাবুয়ে প্রথম ওয়ানডেতেই ভয় ঢুকিয়ে দেয় টাইগার শিবিরে। বাংলাদেশের সেরা বোলার হিসাবে মুস্তাফিজকে বিবেচনা করা হয়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বাজে ফর্মে ছিলেন মুস্তাফিজ।
বোলিংয়ে উইকেটশূণ্য থেকে সবার চেয়ে বেশি রান দিয়েছেন তিনি। অন্যদিকে উইকেট নামক সোনার হরিণের দেখা পাননি তিনি। ৬ ওভার বল করে মুস্তাফিজ ২৭ রান দিয়েছেন।
মাশরাফিও ৬ ওভার বল করেন। তিনি রান দিয়েছেন ১৩ ও উইকেট নেন দুটি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে যেন কাটার বয় হয়ে উঠলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান ওয়ানডেতে সেরা বোলিং করেন এদিন। তিনি একাই নেন প্রতিপক্ষের ৫ টি উইকেট। সাকিব জ্বলে না উঠলে হয়তো হারের স্বাদ পেত বাংলাদেশ।
আল আমিন ও নাসির হোসেনও একটি করে উইকেট পান। মুশফিক ব্যাট হাতে ১০৭ রান করেন। মুশফিক ও সাকিবের কারণেই প্রথম ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ।
কীর্তিটা দুইজনের জন্যই সমানে সমান। তবে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়েছে মুশফিককে। ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশ জয় পায় ১৪৫ রানে। বিশ্লেষণে উঠে এসেছে যে, মুশফিক ও সাকিবের কারণেই এই বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
৮ নভেম্বর ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�