শূন্য রানে আউট হওয়া লিটনের বিষয়ে বিসিবিকে যা বললেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক : লিটন দাসকে নিয়ে ক্রিকেট ভূবনে বেশ আলোচনা। অভিষেকের পরেই মুশফিকের চেয়ারে বসেন তিনি। তখন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মান রক্ষার নায়ক মুশফিকুর রহিমকে দুশ্চিন্তায় ফেলে দেন লিটন দাস।
কিপিংয়ের কাজটা ভালোভাবে সামাল দিচ্ছিলেন লিটন দাস। অন্যদিকে ওপেনার হিসাবে ব্যাট করতেন তিনি। মুশফিক কিছুটা ফর্মহীনতায় ছিলেন বলে গুঞ্জন ওঠে বেশ।
অন্যদিকে বিসিবি থেকেও আভাষ দেয়া হয় মুশফিকের বিষয়ে। মুশফিক ব্যাট হাতে ফের ছন্দে আসায় এখন চুপচাপ বিসিবি। অন্যদিকে কিপিংয়েও মুশফিককে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এখন আলোচনায় এই লিটন দাস। সাতটি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নিয়ে মোট ১০০ রান করেন তিনি। এখানে সর্বোচ্চ ইনিংসটি ৩৬ রানের। শূণ্যরানে আউট হয়েছেন একাধিকবার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ বল খেলে শূণ্য রানে আউট হন লিটন দাস। এর পর মুখ খুলেন মাশরাফি।
মাশরাফি লিটন দাসকে নিয়ে যা বলেছেন, তা হয়তো মেনে নিতে পারবেন না অনেকেই। মাশরাফি বলেছেন, লিটন প্রতিভাবান ব্যাটসম্যান। ওকে আরো সুযোগ দেয়া উচিৎ।
ও একদিন জ্বলে উঠবে। প্রথম ওয়ানডেতে পারেনি হয়তো দ্বিতীয় ওয়ানডেতে ভালো করবে। আর তা না হলে শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠবেন লিটন দাস বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।
এর মাধ্যমে জিম্বাবুয়ে সিরিজের বাকি দুটি ওয়ানডেতেও লিটনকে দলে রাখার জন্য বিসিবির প্রতি আহবান জানালেন মাশরাফি!
৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�