রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ১২:৫৫:০৩

সাকিব আল হাসানকে হাতছানি দিয়ে ডাকছে আর একটি মাইলফলক

সাকিব আল হাসানকে হাতছানি দিয়ে ডাকছে আর একটি মাইলফলক

স্পোর্টস ডেস্ক : দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের অর্জন অনেকের চেয়ে ঢের বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে নয়, বল হাতে নিজেকে আর এক বার প্রমাণ করার সুযোগ পায়। এই সাকিব আল হাসানকে হাতছানি দিয়ে ডাকছে আর একটি মাইলফলক। মিস্টার আল রাউন্ডার হিসাবে নিজেকে আরো একধাপ উচ্চতায় নিয়ে যান সাকিব আল হাসান। নানা বিশ্বরেকর্ডের বরপুত্র সাকিব আল হাসানের সামনে রয়েছে আর একটি রেকর্ড। এই রেকর্ডটি এখন হাতছানি নিয়ে ডাকছে সাকিব আল হাসানকে। সাকিব হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই এই রেকর্ডটি করবেন। দেশের ওয়ানডে ক্রিকেটে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক আবদুর রাজ্জাক। ১৫৩ টি ওয়ানডে ম্যাচে রাজ্জাক ২০৭ টি উইকেটে নিয়েছেন যা দেশের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট পাওয়ায় ১৫৭ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ২০৬টি। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার রেকর্ডটি হয়তো অল্প সময়ের মধ্যেই নিজের ঝুলিতে রাখবেন সাকিব। টেস্ট ক্রিকেটে এর আগেই রাজ্জাককে টপকে সির্বোচ্চ উইকেট শিকারের মালিক হয়েছেন সাকিব (১৪৭)। ৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে