রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০২:২২:৫৮

আইসিসির পাঠানো প্রতিনিধি দলকে সাফ জানালেন প্রধানমন্ত্রী

আইসিসির পাঠানো প্রতিনিধি দলকে সাফ জানালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আসে আইসিসির একটি প্রতিনিধি দল। দেশের ক্রিকেট ও নিরাপত্ত্বা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসে এই প্রতিনিধি দল। নতুন বছরে বাংলাদেশে বসবে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেটের আসর। এই সব আসরকে সামনে রেখেই দেশের নিরাপত্ত্বা ব্যবস্থা পর্যবেক্ষণে আসে এই প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আইসিসি টিমকে অবহিত করেছেন যে, যেহেতু নিরাপত্তা একটি উদ্বেগের বিষয়, আমরা বলতে চাই, বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক মান বজায় রাখে। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, অনুর্ধ্ব- ১৯ বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। আইসিসির পাঠানো প্রতিনিধিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন যে, আমরা কড়া নিরাপত্ত্বা দেব। এখন থেকেই আমরা সার্বিক নিরাপত্ত্ব দেয়ার ব্যবস্থা হাতে নিয়েছি। আশা করি আইসিসিসহ প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ তাতে সন্তুষ্ট হবে। প্রসঙ্গত, আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন প্রতিনিধিদলে নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে আইসিসি নিরাপত্তা পরামর্শক সিয়ান নোরিস ও রেগ ডিকসন এবং ইভেন্ট প্রধান ক্রিস টেটলি নিরাপত্ত্বা ব্যবস্থা পর্যবেক্ষণে ঢাকায় আসেন। ৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে