‘হেলিকপ্টার’ শটের সংজ্ঞাটা বুঝিয়ে দিলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের নাজেহাল অবস্থা দেখে ক্রিকেট বিশ্ব ভেবেই বসেছিল হায় একি হতে যাচ্ছে টাইগারদের। তারা আরো ভেবে বসেছিল নিশ্চিত সিরিজের প্রথম ম্যাচটি স্বাগতিক বাংলাদেশের জন্য অনেকটা লজ্জাজনক হয়ে দাঁড়াবে।
কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ উদীয়মান সাব্বির রহমানের প্রতিরোধে অবশেষে শক্ত ভীত দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। আর একই সাথে ক্রিকেট বিশ্ব দেখেছে মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং। প্রস্ততি ম্যাচের ন্যায় তিনিই শেষ পর্যন্ত দলের রক্ষা কবচের কাজ করেছেন। দলের ২৭৩ রানের মধ্যে ব্যক্তিগত শতক তুলে নিয়েছেন তিনি।
বাংলাদেশের এই জয়ের দিনে মুশফিকের আর একটি শট সবার নজর কাড়ে। তা হচ্ছে ‘হেলিকপ্টার’ শট। ম্যাচের ২১.২ ওভারে তামিম ইকবাল উইকেট ছেড়ে বেরিয়ে এলেন। নিতে পারলেন মাত্র এক রান। পরের বলেই ডাউন দ্য উইকেট গেলেন মুশফিক। অকেশনাল অফস্পিনার সিকান্দার রাজার সামান্য ঝুলিয়ে দেওয়া বলটা মিড উইকেট দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। শটের ধরনটাও তো আগেই বলা হয়েছে। ‘হেলিকপ্টার’ শট।
৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�