রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০২:৫৩:৫৫

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আনন্দ ভাগাভাগি করছে শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে আনন্দ ভাগাভাগি করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : যেন সুদিনে ফিরল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ২০১৫ বিশ্বকাপেও ভালো করেনি। এর পরে একের পর এক হারতে থাকে দলটি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সফরে আসে। এই সিরিজে জ্বলে ওঠে লঙ্কানরা। লঙ্কান বিষে হোয়াইট ওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩ টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় দুই দেশের মধ্যে। এখানে জয়জয়কার শ্রীলঙ্কার। সিরিজের ৩ টি ওয়ানডের প্রত্যেকটিতে জয় পায় লঙ্কানরা। বেশ কয়েক মাস পরে শ্রীলঙ্কার মানচিত্র দিয়ে যেন মধুময় বাতাস প্রবাহিত হচ্ছে। শনিবার শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ২০৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ওভার ৩ বল খেলেই ৫ উইকেট হারিয়ে জয় পায় শ্রীলঙ্কা। বৃষ্টিবাধার কারণে এই ম্যাচটি অবশ্য ডিএল পদ্ধতিতে হয়। নির্দিষ্ট ওভারে শ্রীলঙ্কাকে ১৮০ রানের লক্ষ্য বেধে দেয়া হয়। ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার আনন্দ এখন ভাগাভাগি করছে শ্রীলঙ্কা। এই দুই দেশের মধ্যে এখন দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে জেতায় এই সিরিজ জয়ের দিক থেকেও যেন এগিয়ে গেল লঙ্কানরা। ৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে