চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নতুন মুখ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এর চার দিন পরই অর্থাৎ ১৭ নভেম্বর নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে দলটি।
আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে ম্যাচ দু’টি খেলার জন্য আগে থেকেই দল গঠন করেছিলেন কোচ দুঙ্গা। তবে চোটের কারণে মার্সেলো ও মারকুইনিয়োস ছিটকে পড়ায় নতুন দুই মুখ গাব্রিয়েল ও দগলাস সান্তোসকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ।
রিয়াল মাদ্রিদের ফুল-ব্যাক মার্সেলো আর পিএসজির ডিফেন্ডার মারকুইনিয়োসের দুজনেই ঊরুর চোটে পড়েছেন।
এই দুজনের বদলে দলে ডাক পাওয়া আর্সেনালের গাব্রিয়েল ও আতলেতিকো মিনেইরোর সান্তোস এর আগেও দুঙ্গার স্কোয়াডে ছিলেন। তবে ব্রাজিলের জার্সি গায়ে এখনও মাঠে নামা হয়নি তাদের।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), কাসিও (করিন্থিয়ান্স), আলিসন (ইন্তারনাসিওনাল)।
ডিফেন্ডার: দাভিদ লুইস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), মিরান্দা (ইন্টার মিলান), জিল (করিন্থিয়ান্স), দানিলো (রিয়াল মাদ্রিদ), দানি আলভেস (বার্সেলোনা), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), দগলাস সান্তোস (আতলেতিকো মিনেইরো)।
মিডফিল্ডার: লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফের্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), এলিয়াস (করিন্থিয়ান্স), রেনাতো আগুস্তো (করিন্থিয়ান্স), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), লুকাস লিমা (সান্তোস), কাকা (অরল্যান্ডো সিটি)।
ফরোয়ার্ড: দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিত), রিকার্দো অলিভেইরা (সান্তোস)।
৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�