বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবার যা বলল খোদ আইসিসি
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার নিদ্ধান্ত নেয়ার পর থেকে আলোচনায় আসে এদেশের নিরাপত্তা প্রসঙ্গ। ২০১৬ সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
তাই আইসিসির ভাবনায় এখন বাংলাদেশ। বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার চিন্তাভাবনার গুজব ওঠে। তখন বাংলাদেশ সম্পর্কে নানা তথ্য নিতে ব্যস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আসেন তিনি। দেশের এমন অবস্থায় বড় ধরণের প্রতিযোগিতা আয়োজনের আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার কজটি এরই মধ্যে তার সফর সঙ্গীদের নিয়ে শেষ করেছেন তিনি।
বাংলাদেশ সফরের সময় নিরাপত্তা ঝুঁকির কোনো আঁচ পেয়েছেন কি না, এমন প্রশ্নে আইসিসি নির্বাহী জানিয়েছেন, ‘বাংলাদেশ অতীতে অনেকবার বড় ধরনের আসর আয়োজন করেছে, তাদের সামর্থ্যের ওপর আমার আস্থা আছে।
কিন্তু যেমনটা বলেছি, আমাদের চেষ্টা হচ্ছে সত্যিই কোনো ঝুঁকি থেকে থাকলে সেটা খুঁজে বের করা। কোনো বড় আকারের বৈশ্বিক আয়োজনের আগে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্ছিদ্র করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি, এখানেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না।
আমরা জানতে চাই, ঠিক কী ধরনের ঝুঁকি থাকতে পারে, থেকে থাকলে সেই ঝুঁকি এড়ানোর পরিকল্পনাটা কী এবং সেটা কিভাবে কাজ করবে।’ গত কয়েকদিনের সফরে বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন তিনি।
এর উপর একটি প্রতিবেদন তিনি আইসিসির বোর্ড সভায় পেশ করবেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রিচার্ডসন। সেখানে প্রধানমন্ত্রী সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তাদের। তথ্য সূত্রঃ বাংলার চোখ
৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর