রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪১:১২

মেসিহীন বার্সার সাফল্যে বেজায় খুশি কোচ

মেসিহীন বার্সার সাফল্যে বেজায় খুশি কোচ

স্পোর্টস ডেস্ক: হাঁটুতে আঘাত পেয়ে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাহিরে রয়েছেন বার্সার মহা তারকা লিওনেল মেসি। দলের এই গুরুত্বপুর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে বেশ ভেঙে পড়তে দেখা গিয়েছিল ক্লাব কতৃপক্ষকে। কিন্তু লুইস সুয়ারেস ও নেইমারের নিয়মিত ভালো পারফর্মে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ন্যু ক্যাম্প। সেরা তারকাকে ছাড়া দল যেভাবে এগোচ্ছে তাতে বেজায় খুশি ক্লাবটির কোচ এনরিকে। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে রোববার রাতে স্পেনের লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে মেসির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া আর দলে তার অভাব বোধের বিষয়ে কথা বলতে হয় এনরিকেকে। বলেন, ‘মেসি থাকলে আমরা বেশি শক্তিশালী। কিন্তু আমাদের দারুণ একটি দল আছে, যারা এগিয়ে এসেছে এবং যাদের অনেক গুণ আছে।’ এর পর নেইমার আর সুয়ারেসের প্রসঙ্গ আনেন তিনি। বলেন, ‘আক্রমণে নেইমার ও সুয়ারেসের কাজ একটা উদাহরণ। কিন্তু আমরা রক্ষণেও অনেক পরিশ্রম করেছি।’ মেসির সুস্থ হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে খানিকটা বিরক্ত হন স্প্যানিশ এই কোচ। বলেন, “ আমি কারো মুখপাত্র নই। এই বিষয ওকেই (মেসি) জিঙ্গেস করুন। চোট থেকে মেসির সেরে ওঠছে। আপনাদের জন্য এটা কি যথেষ্ট নয়? ৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে