বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তাদের ফুটবল টিমকে সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । ফলে বিশ্বকাপ বাছাইপর্বের ১৭ নভেম্বরের ম্যাচটি খেলতে ১৪ নভেম্বর ঢাকায় আসছে সফরকারীরা।
সম্প্রতি বাংলাদেশে শিয়াদের তাজিয়া মিছিলে সন্ত্রাসী হামলাসহ দুই বিদেশি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সফরে অস্বীকৃতি জানিয়েছিল অজি ফুটবল ফেডারেশন। এ প্রেক্ষিতে তারা বিশ্ব ফুটবল সংস্থা ফিফার কাছে খেলাটি বাতিল অথবা ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছিল। কিন্তু বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাদের অবেদন সরাসরি প্রত্যাখ্যান করে দেয়।
এ অবস্থায় বাংলাদেশের বিপক্ষে ১৭ নভেম্বর হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় আসেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের দুই নিরাপত্তা পর্যবেক্ষক। পরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন। ফলে ১৭ নভেম্বরে সাকারুদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে টাইগারদের।
৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর