রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৫:২৮:০৭

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে ফিক্সিং, আটক করা হয়েছে যাকে

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে ফিক্সিং, আটক করা হয়েছে যাকে

স্পোর্টস ডেস্ক : আঁতকে ওঠার মত ঘটনা! বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সৃষ্টি হয়েছে তোলপাড়। সামনে বিপিএলের মত আসর বলে এই বিষয়টি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার জেরে একজনকে আটক করা হয়েছে। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (আকসু) এই ঘটনায় এক বিদেশিকে আটক করেছে। আটকের পর তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই বিষয়টি জানান। ২৪ বছর বয়সী ভারতীয় নাগরিক সৌরভ সন্তোষ চৌধুরীকে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ আটক করে আকসু। মিরপুর থানার অফিসার ইনচার্জ ভুঁইয়া মাহবুব হোসেন জানান, তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানা যাবে। তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। আমরা এখন তদন্ত করে দেখব। ৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে