বিপিএল ধংসের টার্গেট, ফিক্সিং কাণ্ডে মিরপুর স্টেডিয়াম কলঙ্ককিত!
স্পোর্টস ডেস্ক : আর দুই সপ্তাহ পরেই শুরু হবে বিপিএল আসর। এই আসরের গুরুত্বপূর্ণ নানা ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচ ফিক্সিংয়ের মত ঘটনায় বাংলাদেশের আইকন আশরাফুলের মত ক্রিকেটার এখনো মাঠের বাইরে। দেশের মাটিতে ৩য় বিপিএল বসলেও খেলতে পারবেন না তিনি।
তবে এই আসরের আগেই কলংকিত হলো মিরপুর স্টেডিয়াম। চাঞ্চল্যকর খবর এল যে, বিপিএল ধংসের টার্গেট, ফিক্সিং কাণ্ডে আগে মিরপুর স্টেডিয়াম কলংকিত! শনিবার রাতে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (আকসু) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করে আকসু।
মিরপুর থানার পুলিশ এখন রিমান্ডে পাঠাবে তাকে। ধারনা করা হয় বিপিএলের আগে বড় ধরনের ফিক্সিংয়ের ছক কষেছেন তিনি। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিপিএলের তারকাদের প্রলোভনে ফেলার জন্য ষড়যন্ত্র করে থাকতে পারেন তিনি। আইসিসিও এই বিষয়ে বেশ কঠোর। তবে গুঞ্জন অনেক থাকলেও মূল বিষয়টি নির্ভর করছে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টের উপর।
৮ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর