আমরাই সাকিবকে উইকেট দিয়েছি, দাবি জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্ক: শনিবারের ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখেছে বাংলার বাঘদের সত্যিকারের গর্জন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে নিজেদের জাত চেনাতে ভুলেননি সাকিব-তামিমরা। সিরিজের প্রথম ম্যাচে দলের প্রয়োজনে সঠিক সময়ে জ্বলে উঠেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।
ব্যাট হাতে বেশ কিছু রান পাওয়া ছাড়াও ১০ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। একদিনের ম্যাচে এটিই ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের সেরা উইকেট প্রাপ্তি।
তবে জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরার দাবি তুলেন, তার দলের (জিম্বাবুয়ে) ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের জন্যই সাকিব আল হাসান ৫ উইকেট পেয়েছেন।
মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ভালো পারফরম্যান্সের সুবাধে বাংলাদেশ গড়েছিল ২৭৩ রানের বড় স্কোর।বাংলাদেশের দেয়া স্কোর টপকাতে ব্যাটিংয়ে নামেন সফরকারীরা। কিন্তু বল হাতে সাকিব আল হাসানের ৫ উইকেট ধসে যায় চিগুম্বুরাদের ব্যাটং লাইন আফ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য সাকিবের বোলিংয়ের চেয়ে নিজেদের বাজে ব্যাটিংকেই বেশি দায় দিলেন এল্টন চিগুম্বুরা। বলেন, ‘ সাকিবের বল খুব বেশি র্টান না করা সত্ত্বেও আমাদের বিপক্ষে সাকিব ৫ উইকেট তুলে নিয়েছেন।এছাড়া তার বোলিংয়ে এমন কোনো হুমকিও ছিল না। আমরা বাজে খেলেছি, ওকে উইকেটের পর উইকেট দিয়ে এসেছি। আর সে তো অভিজ্ঞ, উইকেটকে খুব ভালো কাজে লাগিয়েছে। আমি নিশ্চিত, আজকে যেভাবে খেলেছি, আমাদের ছেলেরা এর চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান।”
৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর