বিপিএলে দিলশানের জায়গা দখলে নিলেন বিশ্বসেরা সেই খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক: অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) । আসছে বিপিএল ৩য় আসরের পর্দা উঠতে যাচ্ছে চলতি মাসের ২২ তারিখে। গত দুই আসরের ন্যায় এই আসরে এসেও বিপিএল বোর্ড পড়েছে নতুন এক ঝামেলায়। ঝামেলার মুল বিষয় শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান তিলেকরত্ন দিলশান। তাকে নিয়ে রশি টানাটানিতে মত্ত দুই ফ্র্যাঞ্জাইজি।বেশ কয়েকদিন ধরে রংপুর রাইডার্স দাবি তুলছে দিলশান তাদের হয়ে খেলবেন। আবার একই দাবি চিটাগাং ভাইকিংসের।
অবশেষে রংপুর রাইডার্সের চেয়ারম্যান রফিকুজ্জামানের কথায় সেই জটিলতার অবসান হলো।
রোববার গুলশান ২ এ জাহিদ প্লাজার ৮ম তলায় ফ্র্যাঞ্জাইজিটির চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্মেলনে তিনি জানান, ‘আসছে বিপিএলের তৃতীয় আসরে শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলেকরত্ন দিলশান চিটাগাং ভাইকিংসের হয়ে খেলবেন। তার সাথে আমাদের যে লেনদেন ছিল এরই মধ্যে আমরা তা সমাধান করে নিয়েছি।’
তাহলে প্রশ্ন উঠতে পারে এবার বিপিএলে দিলশানের জায়গায় চিটাগাং ভাইকিংসে কে খেলবেন। সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রফিকুজ্জামান জানান, ‘ তার জায়গায় (দিলশান) রংপুর রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক।’
৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর