দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ, খেলতে পারেন যারা
স্পোর্টস ডেস্ক: টাইগারদের নখের আচঁড়ে কেমন ধার তা আরেকবার দেখল বিশ্ববাসী। সফরকারী জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারিয়ে বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। যদিও দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে পাচ্ছেন না প্রথম ম্যাচের জয়ের নায়ক সাকিব আল হাসানকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের বাকি ম্যাচগুলো না খেলেই রোববার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
সাকিবের পরিবর্তে দলে কে ডাক পেতে পারেন তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি বিসিবি। তারপরও অনেকে ভেবে বসেছে সাকিবের জায়গা দখলে নিতে পারেন ইমরুল কায়েস অথবা বিজয়।
আগামীকাল তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস/বিজয়, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): চামু চিবাবা, লুকে জংউই, ক্রেইগ আরভিন, সেন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), রেজিস চাকাভা (উইকেটরক্ষক), গ্রায়েম ক্রেমার, থিনাসে পানিয়াঙ্গারা, তৌরারি মুজারাবানি।
৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর