সাকিববিহীন বাংলাওয়াশ আদৌ কি সম্ভব?
স্পোর্টস ডেস্ক: বাংলার ক্ষুধার্ত হিংস্র টাইগারদের নখের থাবা যে কতটা বিষাক্ত ভারত-আফ্রিকার পর এবার তা টের পেয়েছে সফরকারী জিম্বাবুয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই স্বাগতিক বাংলাদেশের কাছে চরম লজ্জায় মাথা নুয়েছে চিগুম্বুরারা।
সফরকারীদের সাথে টাইগারদের ১৪৫ রানের এই বিশাল জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। কিন্তু দুঃখের বিষয় সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগার শিবিরে দেখা যাবে না প্রথম ম্যাচে ৫ উইকেট শিকারি সাকিব আল হাসানকে। সন্তানসম্ভবা স্ত্রীর বিপদের মুহূর্তে পাশে থাকতে রোববার রাতে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এখন ভক্ত মনে প্রশ্ন দেখা দিয়েছে সাকিবকে ছাড়া বাংলাদেশের আদৌ কি সম্ভব ভালো কিছু করা। টাইগাররা পারবে কি সফরকারী জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করতে?
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ নিশ্চিত করেছেন, সাকিব জুরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে কখন ফিরবেন তা এখন জানাননি তিনি।