রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৮:২৪:২২

আইসিসির দৃষ্টিতে সিকান্দার রাজা একজন অপরাধী

আইসিসির দৃষ্টিতে সিকান্দার রাজা একজন অপরাধী

স্পোর্টস ডেস্ক: গতকাল মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট ডেস্টিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ১ম ওয়ানডে চলাকালে ম্যাচের ২৬ তম ওভারে মাশরাফির বলে পরাস্ত হন রাজা, বল উড়ে গিয়ে জমা হয় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে। ঠিক তখরই মাশরাফি ক্যাচের আবেদন করেন আম্পায়ার কাছে। টাইগার এ দলপতির আবেদনে সাড়া দিয়ে সিকান্দার রাজাকে আউট ঘোষণা করেন আম্পায়র শরফুদ্দৌলা। কিন্তু সিকান্দার রাজা নিজেকে আউট মানতে নারাজ। এই সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ সিকান্দার আম্পায়ারের কাছে অসুলভ আচরণ করেন। সিকান্দার রাজার এই অসুলভ আচরণটা কিছুতে মানতে পারেনি বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আম্পায়ারের সাথে এই অসুলভ আচরণের দায়ে সিকান্দার রাজাকে ম্যাচ ফির ১৫% জরিমানা করেছে আইসিসি। আইসিসির সিদ্ধান্তে বলা হয়, আম্পায়ারের সাথে এই অসুলভ আচরণের দায়ে আইসিসির দৃষ্টিতে সিকান্দার রাজা একজন অপরাধী। সিকান্দার আইসিসির আচরণবিধির ২.১.৫ নং ধারা লঙ্ঘন করেছেন। তাই আইসিসির এই বিধান অনুযায়ী ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ ব্যাটসম্যান সিকান্দার রাজাকে সতর্ক করার সাথে সাথে তার ম্যাচ ফির ১৫% জরিমানা করেন। ৮নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে