ডাক পেয়েছেন বিজয়, পারবেন তো সাকিবের ঘাটতি পূরণ করতে?
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ে দলের বিপক্ষে বাংলাদেশের ১৪৫ রানের বড় জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।
কিন্তু সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাত ৯টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা দেন সাকিব আল হাসান।
আর সেই সুযোগে দলে জায়গায় করে নিয়েছেন এনামুল হক বিজয়।
অলরাউন্ডার ক্রিকেটারের বদলে দলে টপ অর্ডার ব্যাটসম্যান নেয়া হয়েছে। যার সুস্পষ্ট ব্যখ্যা দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বলেন “সাকিবের মতো অলরাউন্ডারের জায়গা তো আর পূরণ করা যায় না। আমাদের মনে হয়েছে, বোলিংয়ে বিকল্প আছেই। তাই একজন ব্যাটসম্যানকে নিয়েছি।”
দলে সুযোগ পাওয়ার ব্যাপারটি এনামুল হক বিজয় তার ফেসবুক ফ্যানপেজের মাধ্যমে সবাইকে জানান।
প্রসঙ্গত, গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়ার পর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি বিজয়। গত ৫ নভেম্বর ফতুল্লায় জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অর্ধশত করেন বিজয়। সম্প্রতি জাতীয় লীগের খেলায়ও দারুণ পারফর্ম করেছেন তিনি।
কিন্তু তার পরও দলের প্রয়োজনে সাকিবের ঘাটতি কতটুকু পূরণ করতে পারবেন তিনি। এটি এখন দেখার বিষয়।
৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর