রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৯:৪৩:০৬

দ্বিতীয় ম্যাচেও জয় চান মাশরাফি-মুশফিকরা

দ্বিতীয় ম্যাচেও জয় চান মাশরাফি-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক: গত কয়েকটি হোম সিরিজে জয়ের ধারা অব্যহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর তাতেই ক্রীড়াবোদ্ধা থেকে শুরু করে বিসিবির পক্ষ থেকেও রীতিমত বাহবা পাচ্ছে টাইগাররা। ক্রিকেটবোদ্ধাদের ভাষ্যমতে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান দলটি এই যাবত কাল ইতিহাসের সবচেয়ে সেরা দল। তবে সত্যি কথা বলতে কি ম্যাচ জয় যেন বাংলাদেশি ক্রিকেটারদের নেশায় পরিণত হয়ে গেছে। তারা নিয়মিত আঘাত হানছে প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ সামনে রেখে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘ এই ম্যাচে আমাদের ভুল কম করতে হবে। আমরা যদি একটি ম্যাচ জিতি তার মানে এই না যে আমরা কোনও ভুল করিনি। প্রথম ম্যাচে যে ভুলগুলো আমরা করেছি দ্বিতীয় ম্যাচেও যাতে তা না হয় সেটি নিশ্চিত করতে হবে।’ প্রসঙ্গত, সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে দেখা যাবে না বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তবে তিনি কবে দেশে ফিরে আসবেন এ ব্যপারে কিছুই জানায়নি বিসিবি। ৮নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে