রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৯:৫১:০১

ব্রিসবেনে কচ্ছপ গতিতে রান তুলছেন দুই ওপেনার

ব্রিসবেনে কচ্ছপ গতিতে রান তুলছেন দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক: ৫০৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিতে হলে তৈরি করতে হবে নতুন ইতিহাস। তবে তারা হয়তো জয় নয়, ড্র-এর জন্যই বেশি প্রত্যাশী। আর তার জন্য বৃষ্টিই হতে পারে তাদের সবচেয়ে বড় সহায়তাকারী। অস্ট্রেলিয়ার আগের দিনের ৪ উইকেটে ২৬৪ রানে ইনিংস ঘোষণা করাই কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৪ রান। হাতে পায় পুরো দুই দিন।বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনে ৫৩ ওভারে ৩ উইকেটে ১৪২ রানে দিন শেষ করেছে ম্যাককালামরা। আগের দিনে ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দিন শেষ করা অজিরা আজ আর ব্যাট হাতে নামেনি। তাই ৫০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন দুই কিউই ওপেনার টম লাথাম ও মার্টিন গাপটিল। কচ্ছপ গতিতে রান তুলতে থাকে দুই ওপেনার। ২২.৩ ওভারে ৪৪ রানের উদ্বোধনী জুটি আসে তাদের ব্যাট থেকে। প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। লাথামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে এনে দেন ব্রেক থ্রু। এরপর মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন স্পিনার নাথান লিওন। ৫৩ ওভার শেষে নিউজিল্যান্ড যখন চা বিরতিতে যায় তখন তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। ক্রিজে আছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (৪) ও রস টেইলর (২০)। এরপর বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি চতুর্থ দিনের তৃতীয় সেশনের খেলা। ম্যাচের পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামবেন কিউই ব্যাটসম্যানরা। তবে তাদের মূল আশা থাকবে বৃষ্টির প্রতি। স্টার্ক জনসনের আগুনের গোলা থেকে বৃষ্টিই পারে সাক্ষাৎ হার থেকে তাদের বাঁচাতে। ৮ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে