স্পোর্টস ডেস্ক : ডিগবাজিকেও হার মানাবে সত্যিকারের ঘটনাটি। একই সাথে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে লড়াই করবেন ৩ পাকিস্তানি ক্রিকেটার! জিম্বাবুয়ের পরে ইংলিশদের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এখানেই এই তোলপাড় সৃষ্টি করা বাজিমাত। ৩ জনই খেলবেন ইংলিশদের পক্ষে।
অন্যদিকে রক্ত-মাংসে মিশে আছে যে দেশের অনুভূতি সে দেশের বিপক্ষেই খেলবেন তারা। পাকিস্তানি বংশোদ্ভূত মঈন আলি ও আদিল রশিদসহ এই তালিকায় যোগ দিয়েছেন জাফর আনসারি। ইংলিশ দলের নতুন সদস্য তিনি।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড : অ্যালেস্টার কুক (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর ও মার্ক উড।
এই স্কোয়াডে দেখা যাচ্ছে পাকিস্তানি বংশোদ্ভুত ৩ ক্রিকেটারকে। একই সাথে মাঠে নামার জোড় সম্ভাবনা রয়েছে তাদের।
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর