হঠাৎ নিজেকে পরিবর্তন করেছেন জনসন
স্পোর্টস ডেস্ক: খুব কাছের সতীর্থরা একে একে অবসরে গেলেন। এতদিন যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তাদের অনেকে চলে গেলেন। এসব দেখে মিচেল জনসনের মনেও অবসরের ভাবনা জেগে উঠেছিল। অ্যাশেজের পর তার মনেও অবসরে যাওয়ার ভাবনা এসেছিল জনসনের মনে। কিন্তু হঠাৎ নিজের এই সিদ্ধান্তটা পরিবর্তন করে নিয়েছেন অজি এই ক্রিকেটার।
অ্যাশেজে অস্ট্রেলিয়া হারলো ইংল্যান্ডের কাছে। তারপর মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন চলে গেলেন অবসরে। ৩৪ বছরের বাঁ হাতি ফাস্ট বোলার জনসনও ভাবলেন, অবসরে গেলে মন্দ হয় না। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরে এলেন। তখন অনুভব করলেন এখনো অস্ট্রেলিয়াকে দেয়ার আছে অনেক কিছু। যেতে হবে অনেক দূর। তাই মাথা থেকে অবসরের ভাবনা ঝেড়ে ফেলে আবার নতুন উদ্যমে ব্যাটসম্যান শিকারে মেতে উঠলেন।
৮নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�