জিতেও যেকারণে অস্বস্তিতে বিরাট কোহলি!
নজরুল ইসলাম, মোহালি (ভারত) থেকে: রবিবার সাত সকালেই চণ্ডীগড়ের তাজ হোটেল ফাঁকা, শহর ছাড়ার তাড়াটা শুরু হয়েছিল ম্যাচের পরপরই । দেওয়ালির আগে যতটা সম্ভব পরিবারের সঙ্গে সময় কাটানো যায় । জয়ের সঙ্গে টিম ইন্ডিয়ার সদস্যদের কাছে এটা যে বাড়তি পাওনা । টেস্টের প্রথম দিন, অধিনায়কের জন্মদিনে টিম হোটেলের ছোট্ট পার্টিতে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন সতীর্থরা ।
যতই ১০৮ রানে জয় আসুক, কিংবা প্রথম টেস্ট জিতে ফ্রিডম সিরিজে এগিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটুক, বেঙ্গালুরু টেস্টের আগে কি একেবারে চিন্তামুক্ত ভারতীয় দলের ক্যাপ্টেন ? ব্যাটিং ব্যর্থতায় জন্মদিনের উপহারটা কাঁটার মতো বিঁধছে কোহলির কাছে । বেঙ্গালুরু টেস্টে নামার আগে কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন ক্যাপ্টেন কোহলি।
শেখর ধাওয়ানের অফ ফর্ম নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে । সঙ্গে ব্যাটিং ব্যর্থতার কথা যোগ করুন । কোহলি, রাহানে, পুজারা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ দু–ইনিংস মিলিয়ে ৫০০ রান তুলতে পারছে না । বিষয়টা যে কোহলিকে চিন্তায় রাখছে, টেস্ট জেতার পর সাংবাদিক–সম্মেলনে তার কথাতেই পরিষ্কার । কোহলির মতে মোহালির উইকেটে জুজু ছিল না, ব্যাটসম্যানদের ব্যর্থতাই প্রকট হয়ে দেখা দিয়েছে ।
তবে মুরলী বিজয়, চেতেশ্বর পুজারার ব্যাটিংয়ে খুশি । পুজারার পরিবর্তে রোহিত শর্মাকে না খেলানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল টিমের অন্দরমহলে । পুজারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন, তাঁর ওপর আস্থা রেখে ভুল করেনি টিম ম্যানেজমেন্ট । রোহিতের হয়ে সওয়াল করে নিশ্চিতভাবেই এখন অস্বস্তিতে । যতই মুরলী বিজয় কিংবা চেতেশ্বর পুজারা সাফল্য পান না কেন, ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছেই ।
টেস্ট শুরুর আগেই সুনীল গাভাস্কার বলেছিলেন, মোহালির এই উইকেটে ব্যাট করা কঠিন । কিংবদন্তি এই ক্রিকেটারের কথা আক্ষরিক অর্থেই মিলে গেছে । উইকেট নিয়ে ভারতীয় শিবিরের অবশ্য ভিন্ন মত । টেস্টের প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন বলে গিয়েছিলেন, বাজে ব্যাটিংয়ের জন্যই উইকেট খারাপ মনে হচ্ছে । জেতার পরে কোহলিরও সেই একই বিশ্লেষণ । আসলে নিজেদের জয়কে খাটো করতে চায় না বলেই মোহালির বাইশ গজকে আড়াল করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ।
তা ছাড়া সুনীল গাভাস্কারকেও ভুল প্রমাণ করার বিষয়টা ছিল । সবটাই কিন্তু ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর মস্তিষ্কপ্রসূত । ওয়াংখেড়ে বিতর্ক নিয়ে সুনীল গাভাসকারের ওপর রবি শাস্ত্রীর রাগ এখনও যায়নি । সুধীর নায়েককে গালাগালি করার জন্য শাস্ত্রীর শাস্তি চেয়েছিলেন গাভাসকার । বিষয়টা ভালভাবে নেননি ভারতীয় টিম ডিরেক্টর । মোহালির উইকেট সম্পর্কে অশ্বিন, কোহলিকে দিয়ে গাভাসকারকে ভুল প্রমাণ করতে তৎপর ছিলেন রবি শাস্ত্রী । টিম ডিরেক্টরের শেখানো বুলিই আউড়ে চলেছেন কোহলিরা ।
টিম ইন্ডিয়ার সদস্যরা দেওয়ালির ছুটি কাটাতে শহর ছাড়লেও চণ্ডীগড়েই পড়ে থাকতে হচ্ছে হাসিম আমলাদের । এদিন ক্রিকেটাররা স্থানীয় গল্ফ ক্লাবে গেলেন গল্ফ খেলতে । সোমবার অবশ্য বসে থাকছে না । মোহালিতে অনুশীলন করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির । বেঙ্গালুরু টেস্টের প্রস্তুতি মোহালিতেই শুরু করতে চাইছেন আমলারা । অস্বস্তির কাঁটা নিয়ে বেঙ্গালুরু যেতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
একদিকে হার, অন্য দিকে ডেল স্টেনের চোট । দ্বিতীয় টেস্টে এই প্রোটিয়া বোলার মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে । প্রথম ইনিংসে ব্যাট করার সময় কুঁচকিতে চোট পেয়েছেন । দ্বিতীয় বল করতে পারেননি, তবে দলের স্বার্থে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন । হাতে এক সপ্তাহ সময় রয়েছে । দক্ষিণ আফ্রিকা শিবিরের আশা বেঙ্গালুরু টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন স্টেন ।
শুধু তার দিকেই নয়, ডুমিনির সুস্থ হয়ে ওঠার দিকেও তাকিয়ে রয়েছেন আমলা । শনিবার ডুমিনির হাতের সেলাই কাটা হয়েছে। সোমবার থেকে নেটে নামবেন । ডুমিনির থাকা আর না থাকার পার্থক্যটা যে মোহালি টেস্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে । তিনি থাকলে হয়ত এতটা বিপর্যয়ে পড়তে হত না প্রোটিয়াদের । মোহালি বিপর্যয়ের পর আক্ষেপটা কিন্তু বেরিয়ে আসছে ।
৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি