সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৮:৫৬:৩৫

আজকেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ, তামিমের কথায় আপনি একমত?

আজকেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ, তামিমের কথায় আপনি একমত?

স্পোর্টস ডেস্ক: মুশফিক-সাকিবদের দারুণ পারফরম্যান্সের সুবাধে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবে সিরিজের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচে জয় পেলেই এই বছরের সবগুলো হোম সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে জয় নিশ্চিত করে ইতিহাস গড়তে চান বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। গতকাল (রোববার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘আমরা রেকর্ড নিয়ে কিছু ভাবছি না। প্রথম ম্যাচটা আমাদের জন্য একটু ভাবনার বিষয় ছিল। কারণ যেকোনো দল প্রথম ম্যাচে জয় পেলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা সেটা ভালোভাবে পার করতে পেরেছি। আশা করি সোমবারের ম্যাচটাও ভালোভাবে জিতবো। প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও একই রকম সিরিয়াস থাকার ইঙ্গিত পাওয়া গেল তামিমের কথায়। বলেন, ‘প্রথম ম্যাচ সহজ জয় পেয়েছি বলে পরের ম্যাচ হালকা নেয়ার কোন সুযোগ নেই। তাই প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও একই রকম সিরিয়াস হয়েই মাঠে নামবো।’ নিজেকে শতভাগ উজাড় করে দিয়েই দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করার আত্মবিশ্বাসের কথা জানান তামিম। এ বিষয়ে তামিম বলেন, দ্বিতীয় ম্যাচ জিততে চাই, এটা জিতলেই স্বাভাবিকভাবেই সিরিজ জিতে যাব। তবে তার আগে আমি চাই আমাদের প্রসেস ঠিক রাখতে। যে পরিকল্পনায় আমরা বল খেলি বা বল করি সেটা ঠিক রাখতে চাই। ৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে