টাইগারদের অবিশ্বাস্য চমক, এই আনন্দ কোথায় রাখবে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সুদূর উচ্চতায়। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব যখন বাবা হয়েছেন তখন দেশের ক্রিকেটে আসছে বড় ধরনের অর্জন।
২০১৫ সালের শুরু থেকে সাফল্য ধারায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে কখনো এই অবস্থায় আসতে পারেনি। এরই মধ্যে ওয়ানডেতে টানা ৪টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
বাংলারদেশ এখন একটি মাইলফলকের সামনে রয়েছে। টানা ৫ বার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সাকিব বাবা হওয়ায় আনন্দে ভাসছে ক্রিকেট পরিবার।
তখন অনন্য কীর্তি গড়ার জন্য ছুঁটছে অদম্য টাইগার বাহিনী। বাংলাদেশ হয়তো টানা ৫ বার সিরিজ জয়ের কীর্তি গড়বেই। এটি দেশের ক্রিকেটে হয়তো দীর্ঘদিন অসাধারণ কীর্তি হয়ে থাকবে।
২০১৪ সালটি মোটেই ভালো যায়নি বাংলাদেশের। হারের পর হারতে থাকে বাংলাদেশ। কিন্তু ওই বছরের শেষের দিক থেকেই অবিশ্বাস্য সাফল্য পেতে শুরু করে বাংলাদেশ টিম।
বাংলাদেশ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দেশকে উড়িয়ে দেয়। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে হয়তো জয়োল্লাস করবে টাইগাররা।
ক্রিকেটে অবিশ্বাস্য চমক তামিমদের, আর এই আনন্দ কোথায় রাখবে বাংলাদেশ? এটি যেন বাস্তবতার ভিত্তিতে বেশ আগেই বলা যায়। সময়ের অপেক্ষাই এখন মুখ্য! এর পরে বাংলাদেশের অনন্য এই কীর্তি জানতে পারবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডসহ সব ক্রিকেট খেলুড়ে দেশ।
টানা ৫ বার ওয়ানডে সিরিজ জয় একটি বড় ধরনের অর্জন। যা অনেক দেশেরই নেই। এই কীর্তির পর বেরিয়ে আসবে নানা পরিসংখ্যানও। তখন হিসাব মিলবে অজানা অনেক তথ্যর।
৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর