সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ১২:৪০:১০

টাইগারদের শত্রু শ্রীনিকে আইসিসি থেকে বরখাস্ত, এবার দায়িত্ব পাচ্ছেন যিনি

টাইগারদের শত্রু  শ্রীনিকে আইসিসি থেকে বরখাস্ত, এবার দায়িত্ব পাচ্ছেন যিনি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। টাইগারদের শত্রু শ্রীনিবাসন আর নেই আইসিসির শীর্ষপদে। নানা কারণে তাকে সরিয়ে দেয়া হয়েছে। ক্রিকেটকে ধংস করার জন্য নানা পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। চাপা ক্ষোভ বিরাজ করছিল শচীন টেন্ডুলকারসহ অন্যান্য ক্রিকেট তারকাদের মধ্যে। নানা কূটচালের মাধ্যমে বিতর্কিত নিয়ম আইসিসিতে চালু করার চেষ্টায় ছিলেন এই শ্রীনিবাসন। ১০ দলের বিশ্বকাপ হবে বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীনি। আইসিসি থেকে শ্রীনি বরখাস্ত হওয়ায় খুশি অনেকেই। তবে মোটেই রেহাই পাচ্ছেণ না শ্রীনি। নিজ দেশের গুরুত্বপূর্ণ আসর আইপিএলকে কলুষিত করার ভিলেনও এই শ্রীনি। আইপিএলে স্পট-ফিক্সিংয়ের দায় থেকে রেহাই মিলছে না তার। বাংলাদেশের ক্রিকেটের শত্রূ শ্রীনিকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ছুঁড়ে ফেলার পর এবার আইসিসি থেকেও ছেঁটে ফেলায় নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির চেয়ারম্যানের চেয়ারে এখন বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহর৷ এই শ্রীনি আইসিসিতে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের মুস্তফা কামালের সাথে প্রকাশ্যে বিরোধে জড়ান। পরে বীরের মত পদত্যাগ করেন মুস্তফা কামাল। এবার অপমানিত হয়ে আইসিসি থেকে সরে যেতে হলো শ্রীনিকে। ৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে