সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০১:০৪:২৩

সাকিবের পরিবর্তে যাকে দলে নিয়েছে বিসিবি

সাকিবের পরিবর্তে যাকে দলে নিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব আল হাসান। এখন কন্যা সন্তানের জন্ম দেয়া শিশিরের সাথে রয়েছেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের পরিবর্তে কাকে দলে নেয়া হবে এই নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আসে। এবার চূড়ান্ত একাদশ ঘোষণা দেয় বিসিবি। একই সাথে পরিস্কার হয়েছে এই বিষয়টি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন। কামরুল ইসলাম রাব্বি সাকিবের মত অল রাউন্ডার। ধারনা করা হয়েছিল যে, তার অভিষেক হবে এই ম্যাচে। তবে সিরিজ জয়ের ম্যাচ বলে পরীক্ষিত ইমরুল কায়েসকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কামরুলকে আরো অপেক্ষায় রেখেছে বিসিবি। হয়তো সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে অভিষেক হতে পারে রাব্বির। অন্যদিকে বারবার বাজে ক্রিকেট খেলে আসা লিটন দাসকে এবারও সুযোগ দিয়েছে বিসিবি। ৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে