সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০১:৩৭:১৫

ফের সুনীল নারিনকে আইসিসির দুঃসংবাদ

ফের সুনীল নারিনকে আইসিসির দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে রয়েছেন সাবেক বিশ্বসেরা বোলার সুনীল নারিন। সুনীল নারিন আবারো ধাক্কা খেলেন। ক্যারিয়ারে বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছেন এই ক্যারিবীয়ান তারকা। ২০১৫ সালে আইপিএল আসরের শেষে দিকে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নারিন। তার বোলিং অ্যাকশন নিয়েই ওঠে অভিযোগ। এবারও অভিযোগ উঠেছে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে। সম্প্রতি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পরিচালনাকারী আম্বায়াররা তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেছে। এখন ১৪ দিনের মধ্যে আইসিসির বিশেষ পরীক্ষায় অংশ নিতে হবে নারিনকে। এখানে সিদ্ধান্ত নেয়া হবে তার বিষয়ে। তবে এর আগে ক্রিকেট চালিয়ে যেতে বাধা নেই তার। নিষিদ্ধ হলে ফের ক্রিকেটে ফিরে আসার জন্য কড়া মাশুল দিতে হবে তাকে। অফ-স্পিনার সুনীল নারিন আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ে সাবেক সেরা বোলার। শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হারলেও এখানে নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি। ৯ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে