কথা রাখেননি ‘সিরিয়াস ম্যান’ তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের ন্যায় দ্বিতীয় ওয়ানডেতেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন জিগুম্বুরা। সোমবারের ম্যাচটি দু’দেশের জন্য সমান গুরুত্বের। এক কথায় বলতে গেলে স্বাগতিকদের জন্য এটি বাঁচা-মরার লড়াই। কারণ আজকের ম্যাচটি হাত ছাড়া হলে সমতায় ফেরা তো দূরের কথা সম্মানটুকু পর্যন্ত বির্সজন দিতে হবে তাদের। আর অন্যদিকে ম্যাচটি জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন সিরিজের প্রথম ম্যাচের ন্যায় এই ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচেও সিরিয়াসলিভাবে খেলবেন তিনি। এছাড়া তিনি আরো ঘোষণা দিয়েছেন কোন ভাবে সফরকারীদের বিপক্ষে জয় তুলে নিতে সাহায্য করবেন তিনি। কিন্তু ম্যাচে এসে দেখা গেল ভিন্ন রুপ। মাত্র ২৫ বলে ১৯ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফিরেন দেশের এই হার্ডহিটার ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার ৪ বলে ৪৫ রান। মাঠে রয়েছেন ইমরুল কায়েস ও লিটন দাস। ইমরুল কায়েসের ব্যক্তিগত সংগ্রহ ২৪ বলে ২০রান। অন্যদিকে লিটন দাস করেছেন ১১ বলে ৭ রান। সাকিবের জায়গায় দলের জাযগা পেয়ে জ্বলে উঠতে দেখা যাচ্ছে ওপেনার ইমরুল কায়েসকে। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন জিম্বাবুয়ে একাদশঃ চামু চিবাবা, জঙ্গে, শন আরভিন, উইলিয়ামস, চিগুম্বুরা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, পানিয়াঙ্গারা, মুজারাবানি, রেগিস চাকাভা। ৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর