সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৫:৫১:২৯

ভয়ঙ্কর হয়ে উঠছেন মাশরাফিরা, জিম্বাবুয়ে শিবিরে ফাটল ধরা শুরু

ভয়ঙ্কর হয়ে উঠছেন মাশরাফিরা, জিম্বাবুয়ে শিবিরে ফাটল ধরা শুরু

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ২২ রানের মাথায় হঠাৎ সফরকারীদের শিবিরে ফাটল ধরালেন দুই টাইগার। মাত্র ১ রান করা চাকাভাকে ফিরিয়ে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হেনেছেন স্পিনার আরাফাত সানি। ১৪ রান করে দলীয় ২৩ রানের মাথায় মাশরাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন অপর ওপেনার চামু চিবাবা। -- উইকেটে আছেন শ্যেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। সোমবার ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে নির্ধারীত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। এছাড়া নাসির হোসেন ৪১ ও সাব্বির রহমান ৩৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে পেসার টিনাশে পানিয়াঙ্গারা ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া গ্রায়েম ক্রেমার ও মুজারাবানি ২টি করে এবং লুক জংয়ে ও শ্যেন উইলিয়ামস ১টি করে উইকেট নেন। প্রথম ম্যাচ জিতে স্বাগতিকদের লক্ষ্য আজ সিরিজ জয়। অন্যদিকে সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। দ্বিতীয় ওয়ানডেতে দু'দলেই আছে একটি করে পরিবর্তন। সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। অন্যদিকে প্রথম ওয়ানডেতে ইঞ্জুরিতে পড়া জিম্বাবুয়ের উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির পরিবর্তে দলে নেওয়া হয়েছে রেগিস চাকাভাকে। ৯নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে