সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৮:৪৬:০২

সিরিজ বাংলাদেশের, অপেক্ষা হোয়াইটওয়াশের

সিরিজ বাংলাদেশের, অপেক্ষা হোয়াইটওয়াশের

স্পোর্টস ডেস্ক: সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৫৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এবার স্বাগতিকদের সামনে হোয়াট ওয়াশের হাতছানি। এর মধ্য দিয়ে ঘরে মাঠে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সোমবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭৮ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের।স্বাগতিকদের হয়ে মুস্তাফিজ তিনটি নাসির ও আল আমিন দুটি করে উইকেট দখল করেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ইমরুল কায়েস। সন্তানের পিতা হওয়া সাকিব আল হাসানের জায়গায় তিনি আজ খেলেন। এর আগে ২৫ বলে ১৯ রানে ফেরেন তামিম ইকবাল। আর লিটন দাস ৭ ও মাহমুদুল্লাহ ফেরেন ৪ রানে। মুশফিকুর রহীম করেন ২১ রান। তবে সাকিব আল হাসানের বদলে আজ মাঠে নামা ইমরুল কায়েস ৮৯ বলে ৭৬ রান করেন। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে তিনি ৩২ রানের জুটি গড়েন। আর ষষ্ঠ উইকেটে নাসির ও সাব্বির রহমান ৪২ রান যোগ করেন। সাব্বির ৪০ বলে ৩৩ রানে ফেরেন। নাসির করেন ৫৩ বলে ৪১ রান। এর আগে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও টস জিতেছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। কিন্তু ওই ম্যাচে তারা হারে ১৪৫ রানে। কন্যা সন্তানের পিতা হওয়ায় আজ খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার বদলে আজ খেলছেন ইমরুল কায়েস। ৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে