ম্যাচ সেরা হয়ে জবাব দিয়েছেন ইমরুল কায়েস
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়েছেন ইমরুল কায়েস। সেই সুবাদে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে এক ম্যাচ হাতে রেখে, আর তিনি নির্বাচিত হয়েছেন ম্যাট সেরা।
চলতি বছর মার্চে বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর টানা ৩টি হোম সিরিজে নির্বাচকদের বিবেচনার বাইরেই ছিলেন ইমরুল কায়েস। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে ভাগ্য ফিরেছে এই ওপেনিং ব্যাটসম্যানের। ইনজুরির কারণে সৌম্য সরকার ছিটকে পড়ায় দলে জায়গা পেয়েছেন। সেই সুযোগ পেয়েই ইমরুল বুঝিয়ে দিয়েছেন, এখনো ঝলমল ইনিংস খেলতে পারেন ইমরুল।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না। তবে রবিবার রাতে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় সোমবার দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে হয়েছে ইমরুলকে। ভাগ্যক্রমে দলে জায়গা পেয়েই নিজের ব্যাটিং ক্ষমতার জানান দিয়েছেন ইমরুল। দলের হাল ধরেছেন গুরুত্বপূর্ণ সময়ে। বুঝিয়ে দিয়েছেন এখনো ওয়ানডেতে অনেক কিছুই দেওয়ার ক্ষমতা রাখে তার ব্যাট।
ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে তখন সেঞ্চুরির পথে হাঁটছিলেন ইমরুল। কিন্তু এ অবস্থায়ই দুর্ভাগ্যক্রমে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ৩১তম ওভারের তৃতীয় বলটি তুলে মারতে গিয়ে ক্রেমারের হাতে ধরা পড়েছেন তিনি। আগের বলটিতেই লং অনে দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছিলেন। সিন উইলিয়ামসের বলে অনেকটা একইভাবে মারতে গিয়ে পরের বলেই লং অফে ধরা পড়েছেন তিনি। আউট হওয়ার আগে খেলেছেন ৮৯ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
৯ নভেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�