সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:৫৪:৫২

তামিম-ইমরুল জুটির ফিফটি

তামিম-ইমরুল জুটির ফিফটি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে ৫০ ইনিংসে একসঙ্গে জুটি বাঁধলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। মাইলফলক ছোঁয়ার ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সফল জুটি হয়ে উঠলেন তারা। শুরুতে জিম্বাবুরে বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে না থাকলেও ইমরুল কায়েস পরে সুযোগ পান চোট পাওয়া সৌম্য সরকারের বদলে। রাজকন্যার বাবা হওয়া সাকিব আল হাসানের বদলে সোমবার দ্বিতীয় ম্যাচে জায়গা হয় একাদশেও। তামিমের সঙ্গে ব্যাট করতে নেমেই দুজনের মাইলফলক। ২০০৮ সালে ইমরুলের অভিষেক ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে জুটি বেঁধেছিলেন দুজন। শনিবার দুজন জুটি বাঁধলেন ৫০তমবার! এর মধ্যে ৪৬ বারই উদ্বোধনী জুটি ছিল তাদের। দ্বিতীয় উইকেট জুটি ৪ বার। বাংলাদেশের হয়ে জুটি বাধার অর্ধশতক আছে কেবল একটি জুটিরই। ৫৬ ইনিংসে উইকেটে একসঙ্গে ব্যাট করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল একসঙ্গে ব্যাট করেছেন ৪১ ইনিংসে। রানের তালিকাতেও তামিম-আশরাফুল জুটিকে ছাড়িয়েছেন তামিম-ইমরুল জুটি। ১ রান ২৪৮ রান নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সফল জুটি ছিল তামিম-আশরাফুল। ইমরুল-তামিম জুটি ছিল ১ রান পেছনে। সোমবার রান মাত্র ২ হতেই তামিম-ইমরুল হয়ে যান বাংলাদেশের দ্বিতীয় সফল জুটির অংশ। তামিম আউট হওয়ায় এ জুটির মোট রান এখন ১ হাজার ২৭৯। অবশ্য শীর্ষে থাকা সাকিব-মুশফিক জুটি সবারই ধরাছোঁয়ার বাইরে। জুটি বেধে ২ হাজার ৪৬ রান করেছেন এ দু'জন। এ ম্যাচের আগে বাংলাদেশের হয়ে জুটিতে হাজার রান আছে তাদের। মুশফিক-মাহমুদউল্লাহ জুটির রান ১ হাজার ২২৯। ৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে